অবতক খবর,১৩ ডিসেম্বর : শ্রীকৃষ্ণপুর শুট আউটের ঘটনায় প্রায় এক সপ্তাহের মাথায় মূল অভিযুক্ত রিপন দাসকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কড়া নিরাপত্তার মধ্যে মঙ্গলবার সকালে ইসলামপুর থানার পুলিশ রিপন দাসকে ইসলামপুর আদালতে পাঠায়। যদিও রিপন দাসকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কিছুই জানায়নি ইসলামপুর থানার পুলিশ। ইসলামপুর জেলার পুলিশ সুপার বিশপ সরকারকে ঘটনার বিবরনে জানতে চেয়ে ফোন করা হলে তিনি কোনও সাড়া দেননি। উল্লেখ্য, চলতি মাসের গত সাত ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে শ্রীকৃষ্ণপুরের চা পাতা ব্যবসায়ী ভবেশ দেবনাথকে গুলি করার অভিযোগ উঠেছিল অপর চা পাতা ব্যবসায়ী রিপন দাসের বিরুদ্ধে। শ্রীকৃষ্ণপুর গুলিকান্ডের জেরে কিছু নিরীহ মানুষকেও দুদিন ধরে থানায় আটকে রাখার অভিযোগ উঠেছিল ইসলামপুর থানার পুলিশের বিরুদ্ধে। যদিও পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এছাড়াও শ্রীকৃষ্ণপুর শুট আউটের মূল অভিযুক্ত রিপন দাসকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিল ইসলামপুর থানার পুলিশ। মঙ্গলবার সকালে আচমকাই জানতে পাওয়া যায় রিপন দাস গ্রেপ্তার হয়েছে। রিপন দাসের গ্রেপ্তারী নিয়ে স্বাভাবিকভাবেই রহস্যের প্রশ্ন উঠছে। রিপন দাসকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় বলে খবর ইসলামপুর থানার পুলিশ সূত্রে।