আজ শিবরাম চক্রবর্তীর জন্মদিনঃ অবতকের শ্রদ্ধা নিবেদন

তমাল সাহা

এক)
অঙ্ক–১

সংখ্যা ছাড়া কি অঙ্ক করা যায়?
মানুষ দিয়ে কি কোন অঙ্ক হয়?

পুরুষ আর নারী দিয়ে অঙ্ক হয়, সেটা হল যোগ।
এই অঙ্ককে শুধু যোগ বলেনা, বলে ভোগ উপভোগ!

দুই)
অঙ্ক–২

একের পিঠে এক এগারো
একের উপরে এক কত,বলতে পারো?

তিন)
সন্ধি ও বিচ্ছেদ

শিবরাম— শিব্রাম
চক্রবর্তী— চকর বরতী

তুমি শেখাও, বাস্তবতা দেখাও
আমি তোমার কাছে শিখি ও দেখি
তোমার পায়ের কাছে মাথা নিচু করে থাকি।

চার)
শিব্রাম চকরবরতী

মানুষটার অদ্ভুত সব লেখা।
মুক্ত-আরাম ঘরের দেয়ালে
কত কী যে আঁকাজোখা!
বাসস্থান, তার ঠিকানা হয়ে গেল স্ট্রিট মুক্তারাম!

এতো বড়ো লেখক
একটা দেবতায় পোষায় নি।
দুটো দেবতা মিলিয়ে তার নাম!
নাম তার—চক্রবর্তী শিবরাম।
তিনি বলতেন, আমি জানি
ব্যাকরণ, সন্ধি ও বিচ্ছেদ।
শিব্রাম চকরবরতী
দেখো তো আছে কোনো ভেদ?