সাজ্জাদ হোসেন আহমেদ :: অবতক খবর :: কোচবিহার :: ১৭ মে ::    শীতলকুচি বাজারের সাথে যোগাযোগের অসুবিধা নিরসনে ২৪৩নং বুথের দাসপাড়া হয়ে কৃষক বাজার যাতায়াতের রাস্তার উপর ব্রীজ অথবা কালভার্ট নির্মাণের দাবী দীর্ঘদিনের। জনগণের দাবী ও আশা পূরণের লক্ষ্যে বুথের পঞ্চায়েত বাসন্তী বর্মন সেই স্থানে আপাততঃ বাঁশের সাঁকো নির্মানের উদ্দ্যোগ নেন।

আজ রবিবার বুথের পঞ্চায়েত সদস্যা বাসন্তী বর্মনের প্রচেষ্টায় সেই সাঁকোর উদ্বোধন করা হল। উদ্বোধন করেন ওই স্থানের ভূমিদাতা অবনীমোহন দাস সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শীতলকুচি বিধানসভা কমিটির বরিষ্ঠ নেতা সাহের আলী মিঞা, শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আইয়ুব আলী খান,কনভেনার নরেশ চন্দ্র বর্মন, সদস্য বিমল বর্মন, বুথ নেতৃত্ব মতিলাল বর্মন সহ এলাকার সাধারণ মানুষ।

সাঁকো উদ্বোধনের পর জননেতা সাহের আলী মিঞা এবং নরেশ বর্মন একটি সভায় বক্তব্য দিতে গিয়ে আগামী দিনে সাঁকোটিকে কালভার্ট করে দেবার চেষ্টা করা হবে বলে প্রতিশ্রুতি দেন। এই রাস্তায় সাঁকো পেয়ে এলাকার মানুষ ভীষণ খুশি।