শব্দের তর্জনী
তমাল সাহা

১) কবি

যে মারা যায় সে মৃত
যে দেখে সে জীবিত
যে মারে সে খুনি
কবি ধৈর্যশীল সহিষ্ণু জ্ঞানী
সে চুপ থাকে মহামৌনী

২) ছোট্ট ঘটনা

কুড়ি জন মরলে ছোট্ট ঘটনা
কতজন মরলে ঘটনা ভয়ানক বড়
কতদিন চললে ত্রাস তাকে বলে সন্ত্রাস
আমরা আর কতদিন ভয়ে জড়োসড়ো?

৩) সাজানো ঘটনা

বোমায় জখম শিশুরা হাসপাতালে
গুলিবিদ্ধ দেহ পড়ে আছে রাস্তায়
কার কার সিঁদুর মুছে গেল কপালে
গৃহগুলি জ্বলে পাড়ায় পাড়ায়

পাটক্ষেতে কলাবাগানে ড্রামভর্তি বোমা
এসব প্রদর্শন যোগ্য দৃশ্য পরপর সাজানো
বাতাস গণতন্ত্র ফেরি করে যায়
ভোট আনো! ভোট আনো!

৪)জন্মভূমি

অবাক করলে স্বদেশ অবাক করলে স্বভূমি
জন্মেই দেখি ভোটের কেরামতি
ব্যালট বাক্স হাতে দাঁড়িয়ে তুমি

অবাক করলে স্বদেশ অবাক করলে স্বভূমি
জন্মেই দেখি বোমাবারুদের কারবার
ক্ষমতা! ক্ষমতা! দখল! দখল!
চতুর্দিকে মৃত্যুর হানাদার