অবতক খবর: নন্দকুমার শেখর, নাওরেম মহেশ, এডুইন ভান্সপাল, প্রভসুখন গিল একঝাক জাতীয় দলের একঝাক তারকা ফুটবলার এবার ইস্টবেঙ্গলে। এর পাশাপাশি জাতীয় যুব দলের দুই তরুণ তুর্কি ভানলালপেকে গুইতে, গুরনাজ সিং গ্রেওয়ালকে নিতে চলেছে ইস্টবেঙ্গল।

ভানলালপেকে মিজোরামের একাডেমির প্রোডাক্ট। আইজল এফসির যুব দলের হয়ে খেলেন তিনি মিডফিল্ড পজিশনে। যুব পর্যায়ে অনুর্দ্ধ-১৭ দলের হয়ে এএফসি আন্ডার-১৬ চ্যাম্পিয়নশিপে খেলেছেন তিনটে ম্যাচ। যুব স্তরে জাতীয় দলের জার্সিতে প্রীতি ম্যাচেও অংশ নিয়েছেন ভানলালপেকে।

অন্যদিকে, গুরনাজ আবার চন্ডীগড় একাডেমি থেকে উঠে এসেছেন। ১৬ বছরের এই যুব প্রতিভা খেলেন মাঝমাঠে। অনুর্দ্ধ-১৭ এএফসি চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেমন খেলেছেন তিনি, তেমন দুটো প্রীতি ম্যাচেও খেলেছেন জাতীয় দলের হয়ে। ১৬ বছরের তারকার কেরিয়ারে ইস্টবেঙ্গলই প্ৰথম ক্লাব হতে চলেছে।
২০১৯-এ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের অনুর্দ্ধ-১৮ দলের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার ছিলেন। সেবার টুর্নামেন্টের টপ স্কোরারও ছিলেন তিনি। ২০২০-২১ মরসুমে গুরকিরত ১১ ম্যাচ খেলেন আইলিগে ইন্ডিয়ান এরোজের জার্সিতে। এরপরেই প্রতিশ্রুতিমান ফরোয়ার্ডকে সই করিয়ে নেয় মুম্বই সিটি এফসি। গত সিজনে দেশ বাকিংহাম ৮ ম্যাচে নামান গুরকিরতকে। ২০২৪ পর্যন্ত মুম্বইয়ের সঙ্গে চুক্তি রয়েছে পাঞ্জাবি স্ট্রাইকারের। কলকাতায় তিনি আসছেন লোন ডিলে।

গুরকিরত সিং, আবার প্রভসুখন, গুরনাজ, গুরসিমরতের মতই চন্ডীগর ফুটবল একাডেমির প্রোডাক্ট তিনি। টানা পাঁচ বছর একাডেমিতে কাটানোর পর জাতীয় যুব দলে অটোমেটিক চয়েস হয়ে ওঠেন উঠতি এই তারকা। ঘটনা হল, গুরকিরত ফেডারেশনের নিজস্ব দল ইন্ডিয়ান এরোজে যখন খেলতেন তখন ডিফেন্ডার হিসাবে নাম লিখিয়েছিলেন। তবে আক্রমণাত্মক খেলার ধরণ দেখে কোচ ফ্লয়েড পিন্টো স্ট্রাইকার করে দেন গুরকিরতকে।