অবতক খবর: টিম ইন্ডিয়া পাক-মুলুকে যাচ্ছে না। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল বুধবার বিষয়টি নিশ্চিত করেন। শাহ। ধূমল জানিয়েছেন, ”আমাদের সচিব পিসিবি প্রধান জাকা আশরাফের সঙ্গে দেখা করেছেন। এশিয়া কাপের সূচি চূড়ান্ত করা হয়েছে। লিগ পর্বের চারটি ম্যাচ হবে পাকিস্তানে। শ্রীলঙ্কায় হবে ৯টি ম্যাচ। ভারত-পাকিস্তান ম্যাচও হবে শ্রীলঙ্কার মাটিতে। ফাইনালে যদি এই দুই দল মুখোমুখি হয়, তাহলে সেটাও হবে শ্রীলঙ্কায়।”

বৃহস্পতিবার আইসিসি-র চিফ একজিকিউটিভদের মিটিং ডারবানে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহও উপস্থিত থাকবেন সেই মিটিংয়ে। পাকিস্তানের মিডিয়ায় ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি দাবি করেছেন, ভারতীয় দল প্রতিবেশী দেশে খেলতে যাবে। কিন্তু ধুমল বলেন, ”এই ধরনের কোনও আলোচনাই হয়নি। ভারত মোটেও পাকিস্তানে যাবে না। আমাদের সচিবও যাবে না। কেবল সূচি চূড়ান্ত হয়েছে।” ঘরের মাঠে পাকিস্তান খেলবে একটি মাত্র ম্যাচ। তাদের প্রতিপক্ষ নেপাল। আফগানিস্তান-বাংলাদেশ, বাংলাদেশ-শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ হবে পাক মুলুকে।এর আগে ২০১০ সালে ডাম্বুলায় ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কায়।