আজ আন্তর্জাতিক নৃত্য দিবসে
কত প্রকার মৃত্যু দেখি দক্ষিণ সাগরের তীরে
মৃত্যু আমাকেও ঘিরে ধরে খরতপ্ত এই দ্বিপ্রহরে

মৃত্যুনাচ
তমাল সাহা

মৃত্যু নাচে রাতে দিনে দুপুরে
সুন্দর এই পৃথিবী জুড়ে।
এ মৃত্যুর অঙ্গ বিভঙ্গ শৈল্পিক
স্থবির আঙ্গিক মুদ্রা।
কাকে কখন নিয়ে যাবে,কে জানে
ঘুম ঘুম আর ঘুম
এক বিশেষ শীতল নিদ্রা।

মৃত্যুনারী তার সৌন্দর্য দেখাবে বলে
ডেকে নিয়ে যায় বহ্নিমান চিতাঘরে।
অগ্নিকন্যা বলে,
আমার লাস্য দেখো দুচোখ ভরে।

বিশ্ব নৃত্যদিবসে এ কোন দূতী আসে
মৃত্যু চাই! মৃত্যু চাই!
এ কোন পণ্য ফেরি করে ঘরে ঘরে!