অবতক খবর,সংবাদদাতা, ১১ই, মে :: দেশ জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই যত দ্রুত সম্ভব বেশি সংখ্যক মানুষের করোনা টেষ্টিং করাতে এবার উদ্যোগ নিলো ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা। ভ্রাম্যমাণ করোনা টেষ্টিং গাড়ি ও কিয়ষ্কের মাধ্যমে আজ থেকে ডায়মন্ড হারবারে শুরু হলো নমুনা সংগ্রহের কাজ।

একেবারে করোনা মোকাবিলায় প্রথম সারিতে দাঁড়িয়ে যারা লড়াই করছে তাদেরকে এই মোবাইল ভ্যানের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হবে। প্রথমত আজ ডায়মন্ড হারবারের সাংবাদিকদেরকে করোনা টেষ্টিং এর জন্য তাদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়। পাশাপাশি এদিনের এই করোনা টেষ্টিং কিয়ষ্কে ডায়মন্ড হারবার মুখ্য স্বাস্থ্য জেলা আধিকারিক দেবাশীষ রায় জানায় প্রত্যহ ডায়মন্ড হারবার মহকুমার ৯ টি ব্লকে ৪০০ করে ব্যক্তির নমুনা সংগ্রহ করা হবে।