অবতক খবর,কোলকাতা, ৯মে: ঘোষণা মতই গত 2 তারিখের রাজভবনের সিসিটিভি ফুটেজ দেখানো হলো। রাজ্যপালের নির্দেশেই রাজভবনের সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে। তবে, সেই ভিডিও ফুটেজে বিশেষ কিছু পাওয়া যায়নি। মূলত, রাজভবনের নর্থ গেটের ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। যেখানে সেদিনকার ‘ঘটনা বা অভিযোগে’র বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে, অভিযোগকারীর পুলিশ আউট পোস্টে আসা যাওয়া ও ওসির ঘরে ঢোকা-বাইরে বের হওয়ার ছবি ধরা পড়েছে। 2 তারিখ বিকেল 5টা 33 মিনিট নাগাদ ওই অভিযোগকারীকে দেখা গিয়েছে। আর গোটা ফুটেজে পুলিশে পুলিশে ছয়লাপ ছিল। একই সঙ্গে আম্বুলেন্স, দমকলের গাড়ি দেখা গিয়েছে। তবে, অভিযোগকারীর বাইরে বের হওয়ার ছবি দেখা যায়নি। তিনটি ক্লিপে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের সিসিটিভি ফুটেজ দেখানো হয়।

ফলে,এই ‘সচ কা সামনা’ বা ‘সত্যের মুখোমুখি হওয়া’ কর্মসূচির মাধ্যমে রাজ্যপাল নিজেকে ‘নির্দোষ’প্রমাণ করতে চায়লেন। কিন্তু, প্রশ্ন থেকে যাচ্ছেই। কারণ, রাজভবনে রাজ্যপালের কক্ষে বা উপরের বারান্দা বা গলিতে কোনও প্রকার ক্যামেরা নেই বলেই সূত্রের খবর। ফলে, সেখানকার ছবি দেখা যায়নি।