অবতক খবর,২৯ জুলাইঃ আজ মহরম। দেশের বিশেষ একটি সম্প্রদায়ের মানুষের কাছে এই দিনটি আলাদা মাত্রা বহন করে। দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন এলাকায় মহরম উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়েছে। তবে মহরমের শোভাযাত্রা ঘিরে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন। ব্যারাকপুর শিল্পাঞ্চলের জগদ্দল -ভাটপাড়ার বিভিন্ন অঞ্চলে মহরমের শোভাযাত্রা বের করা হয়েছে।শোভাযাত্রা গুলিকে সঠিকভাবে নিয়ে যাওয়ার জন্য মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। জগদ্দল থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রদীপ কুমার দান নিজে দাঁড়িয়ে থেকে সরজমিনে পুরো বিষয়টি তাদেরকে করছেন। শোভাযাত্রায় অংশগ্রহন করেছেন খোদ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সাংসদ অর্জুন সিং ও।তিনি বলেন, আজ একটি বিশেষ দিন। সকলে শান্তিতে উৎসব পালন করুক এটাই আমরা চাই। যে রাস্তা দিয়ে মহরমের তাজিয়া যায় সেই রাস্তা দিয়েই দুর্গা প্রতিমাও ভাসান হয়। এটাই আমাদের পরম্পরা। সমাজ শিক্ষিত হলেই ঝামেলা- অশান্তি কমবে।