অবতক খবর: আজ মোহনবাগানের প্রতিষ্ঠা দিবস। ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে অত্যন্ত গর্বের দিন। বিশেষত বাংলার ফুটবলপ্রেমীদের কাছে। ১৯১১ সালে এই ঐতিহাসিক দিনেই আইএফএ শিল্ডে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল খালি পায়ে খেলা ১১ জন বাঙালি। সেই দিনটিই মোহনবাগান প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়।

এদিন মোহনবাগান লেনে এই প্রতিষ্ঠা দিবস ধুমধাম করে পালিত করা হয়। উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত, ডেপুটি মেয়র, বিধায়ক অতীন ঘোষ। অমর একাদশ ফলকের সামনে ক্লাবের পতাকা উত্তোলন করা হয়। প্রচুর সবুজ মেরুন সমর্থক উপস্থিত ছিলেন সেখানে।

উল্লেখ্য, ১৯১১ সালে আইএফএ শিল্ডে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিলেন হাবুল সরকার, অভিলাস ঘোষ, কানু রায়রা। শিবদাস ভাদুরীর নেতৃত্বে সেদিন বুট পরা ব্রিটিশদের বিরুদ্ধে খালি পায়ে খেলেছিলেন। জয় ছিনিয়ে নিয়েছিলেন। ১৯৮৯ সালে ক্লাবের প্রতিষ্ঠা-শতবর্ষ উপলক্ষে কেন্দ্র সরকার ১৯১১ সালের এই জয়ের একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করেছিল। এবার মোহনবাগান দিবসের মূল অনুষ্ঠানটি হবে আগামীকাল।