অবতক খবর,২৯ জুলাইঃ এবার তৃণমূলে যোগ দিল সিপিআইএমের জয়ী প্রার্থী, সিপিআইএম শূন্যে হলো গ্রাম।

প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনে আকাইপুর গ্রাম পঞ্চায়েতে ৩০টির মধ্যে ১৭ টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল , ১১ টি তে বিজেপি , সিপিএম একটি ও নির্দল একটি তে জয়লাভ করে । এদিন শনিবার দুপুরে তৃণমূলের জেলা কার্যালয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাসের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে যোগদান করলেন আকাইপুর গ্রাম পঞ্চায়েতের মাটিহারা গ্রামের ৪২ নম্বর আসন থেকে সিপিআইএমের জয়ী প্রার্থী হাসানুর মন্ডল । এই বিষয়ে সদ্য তৃণমূলে যোগদানকারী হাসানুর মন্ডল জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য এবং মাটিহারা গ্রামের মানুষের জন্য কাজ করার জন্য আমি তৃণমূলে যোগদান করেছি ।

এই নিয়ে তৃণমূলে জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিরিখে দাঁড়িয়ে হাসানুর মন্ডল বারংবার আমাদের কাছে আবেদন করেছিল যে ও এই উন্নয়নের অংশ হতে চাই। আমরা দেখেছি ও ভালো ছেলে কাজ করবে সেই কারণেই আমরা ওকে দলে নিয়েছি ।

এই ঘটনায় সিপিআইএম শূন্য হল আকাইপুর গ্রাম পঞ্চায়েত।

এই বিষয়ে বনগাঁ ব্লকের সিপিআইএমের এরিয়া কমিটির সদস্য তাপস কুমার বিশ্বাস বলেন যাতে পঞ্চায়েতের দুর্নীতি বিরোধীরা জানতে না পারে সেই কারণে তৃণমূল বিরোধী শূন্য করছে ।