এই দেশে চলে প্রতিনিয়ত নারী মর্যাদা লুন্ঠন।একই সঙ্গে চলে মাতৃশক্তির বোধন।

বোধন
তমাল সাহা

ছিন্ন জ্যোৎস্না পড়ে আছে পাহাড়ি ঢালে,
কাতর ধ্বনি আর্তনাদ হতে হতে
মিলিয়ে যায় বহুদূর…
বুটের পদশব্দ তুলে কারা হেঁটে গেল
তোমার উঠোনে, মহিষাসুর?

কর্কটক্রান্তির নিচে এই দেশ,
এখন সকলেই জানে।
সিংহ-দরজা কেঁপে ওঠে ভৈরবী গানে।
এলোচুল,নগ্ন,বিভঙ্গ—দুর্ধর্ষ ছবি
অস্ত্র নেই হাতে দিকে দিকে সশস্ত্র সব দেবী।

সমুদ্র গর্জনে বেজে ওঠে মৃদঙ্গ-করতাল,
বোধনের ছন্দে নাচে প্রলয় নূপুর।
অচিন পাখি ডাকছে কোথায়,
মুক্ত করো,মুক্ত করো এই যক্ষপুর।

মাটির ভেতর জেগে ওঠে প্রাণের প্রতিমা,
এ কোন নারী অথবা ঈশ্বরী!
দ্বিভুজা বিবর্তনে দশভূজা হবে,
মহাকাল বলে গেল — নয় বেশি দেরি।