অবতক খবর ,রাজীব মুখার্জী, হাওড়া :-   রাজ্যে করোনায় মৃত্যুর হার বেশি। যার দেশের হারের কাছে বিপরীত। এমতাবস্থায় দাঁড়িয়ে রাজ্যের উচ্চ আদালত পূজা মণ্ডপগুলোতে প্রবেশে যে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে তাকে স্বাগত জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। আজ মহা অষ্টমীর সন্ধ্যায় বেলুড় মঠে প্রতিমা দর্শনে আসেন তিনি।

প্রতিমা দর্শন এর পাশাপাশি বেলুড়মঠে কিছুটা সময় কাটানোর পর ফের রাজভবন উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। বেলুরমঠ ছেড়ে বেরোনোর সময় সাংবাদিকদের তিনি জানান, দেবীর কাছে রাজ্যবাসীর ভালো চেয়ে প্রার্থনা করেছি। তিনি সদয় হবেন। এর পাশাপাশি তিনি জানান, রাজ্যজুড়ে মৃত্যুর হার দেশের তুলনায় অনেক বেশি। যা চিন্তার বিষয়। এমতাবস্থায় রাজ্যের উচ্চ আদালত যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক। পুজো গুলির কোনো ক্ষতি হয়নি। অথচ ভবিষ্যতের জন্য একটি ভালো পদক্ষেপ হয়ে রইল।


এছাড়াও রাজ্যপাল রাজ্যবাসীর কাছে আর্জি জানান, কোভিড থেকে বাঁচতে সমস্ত নিয়ম-নীতি মেনে চলুন। করোনা মানুষের জীবনে একটা অধ্যায়। ভ্যাকসিন হয়তো আর কিছুদিনের মধ্যেই মিলবে। ততদিন পর্যন্ত সাবধানতা অবলম্বন অত্যন্ত প্রয়োজনীয়।