অবতক খবর :: নদীয়া ::      শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবের আরাধনা করেন অনেক ভক্ত বৃন্দ ।বিভিন্ন মন্দিরে এমনকি শিব মন্দির গুলোতে ভিড় উপচে পড়ে।বর্তমানে কোরোনা ভাইরাস ও লক ডাউনের জেরে সেই ভিড় দেখায় গেল না।তারপর অনেক মন্দির এ ভিড় হওয়ার কথা ভেবে ও গোষ্ঠী সংক্রমণ যাতে না ঘটে তার জন্য মন্দির বন্ধ রাখা হয়েছে।

রানাঘাট শহরে প্রাচীন মন্দিরে গিয়ে দেখা গেল ভিড় নেই বললেই চলে ।অনেকে বাড়িতেই পূজো সারলেন।ভক্ত বৃন্দের এখন একটাই প্রার্থনা, কোরোনা সংক্রমন যাতে না হয় সেই দিকে সবার খেয়াল রাখা।ভগবানের কাছে একটায় প্রার্থনা তিনি যেন মারাত্মক করোনা থেকে সবাইকে উদ্ধার করেন।