অবতক খবর :: অনুপ কুমার মন্ডল :: নদীয়া ::     নদিয়ার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার অন্তর্গত আরংঘাটা পঞ্চায়েতে খোলাসপুর গ্রামে বিধায়কের নিজস্ব তহবিল টাকা থেকে একটি ঢালাই রাস্তা এবং একটি পিচ রাস্তা মিলিয়ে মোট এক কিলোমিটার রাস্তা উদ্বোধন করলেন বিধায়ক সমীর কুমার পোদ্দার মহাশয়।

রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিধায়ক সমীর কুমার পোদ্দার বলেন আমি ওই এলাকায় দিদিকে বল কর্মসূচিতে গেছিলাম তখন ওই এলাকার মানুষেরা তাদের কষ্টের কথা এবং অভাব অভিযোগ জানান তার মধ্যে ওই এলাকার দুটি রাস্তা করে দেওয়ার কথা বলেছিলেন। তাদের দাবিকে মান্যতা দিয়ে আমি সিদ্ধান্ত নিই রাস্তা দুটি নির্মাণ করার। তারপরে আমার তহবিলের টাকা থেকে আমি ওই রাস্তা দুটি নির্মাণ করি।

সমীর কুমার পোদ্দার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার বাসিন্দারা।