অবতক খবর,২ অক্টোবর: বিধানসভা ভোটের আগে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন টলিউডের অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।
ভোটে জিতে বিধায়ক হয়েছেন, কিন্তু তাতেও গেরুয়া শিবিরের সঙ্গে বিধায়কের ভালো সম্পর্ক হয়নি। সূত্রে খবর সাম্প্রতিককালে দিলীপ ঘোষের সঙ্গে সম্পর্ক এমন পর্যায়ে গিয়েছে তা প্রায় মুখ দেখাদেখি বন্ধ। এবার তাই বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে ঘিরে জল্পনা শুরু হয়েছে।

দীর্ঘদিন ধরে শাসক দলের সাথে যুক্ত ছিলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। এমনকি তৃণমূল কংগ্রেসের রাজ্যের যুব সহ-সভাপতির দায়িত্ব দেয়া হয়েছিল তাকে। নির্বাচনের আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন তিনি দলে সঠিক সম্মান পাচ্ছেন না। তাই দল বদল করে গেরুয়া শিবিরে নাম লেখান তিনি। গেরুয়া শিবিরে যোগ দিয়েই তাকে তারকা প্রার্থী করা হয়।
কিন্তু সেখানেও ইদানিং মানিয়ে নিতে পারছেন না এই অভিনেতা,
ভোটের ফল প্রকাশিত হওয়ার পর এই প্রথম রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাথে ক্রমশদূরত্ব বাড়ছিল হিরনের ।
বহুদিন ধরেই দলের বিভিন্ন কর্মসূচিতে দুজনকে একসাথে দেখা যায়নি।
শুধু তাই নয় দলের বর্তমানের কোন কর্মসূচিতেও এবং জরুরি বৈঠকে ও দেখা মেলেনি বিধায়কের । যা স্বাভাবিক ভাবেই তার দল বদলানোর জল্পনা তুঙ্গে রাজ্য রাজনীতি।
যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো পষ্ট করে কোনো প্রতিক্রিয়া দেয়নি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।