অবতক খবর,২ অক্টোবর: মুর্শিদাবাদ জেলার কান্দি সাবডিভিশন লিগাল সার্ভিস কমিটি ও কান্দি বিমলচন্দ্র কলেজ অফ ল এর যৌথ উদ্যোগে কান্দি পৌরসভা ভবনে আইন বিষয়ক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিনের এই সচেতনতা শিবির থেকে সাধারণ মানুষকে আইনি পরামর্শ দেয়া হয়। নারী নির্যাতন, বাল্যবিবাহ, বৃদ্ধদের যৌন হেনস্থা, শিশুদের যৌন হেনস্থা সহ বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ে এদিনের শিবিরে আলোচনা করা হয়। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন কান্দি মহকুমা আদালতের সমস্ত বিচারপতির, সমস্ত আইনজীবীর, কান্দি বিমলচন্দ্র কলেজ অফ ল এর কর্তৃপক্ষ, কান্দি সাবডিভিশন লিগাল সার্ভিস কমিটি কর্তৃপক্ষ সহ কান্দির বিশিষ্ট ব্যক্তিবর্গ।