অবতক খবর , শিলিগুড়ি :     বাড়ছে না যাত্রী।পূজোতে সমস্যায় NBSTCর কর্মচারিরা। করোনা আবহে একেবারেই কমে গেছে যাতায়াত, পূজোতে কেমন যাত্রী পাওয়া যাবে তা নিয়ে চিন্তায় NBSTCর কর্মচারিরা। যাও বা বাস চলাচল শুরু করেছে তাতে যাত্রীর সংখ্যা একেবারেই নগন্য। জরুরী কাজ ছাড়া না কেউ আসছেন না কেউ ।  শিলিগুড়ি থেকে বাইরে বা বাইরে থেকে শিলিগুড়িতে আসা পরিবারের সংখ্যা একেবারেই কমে গেছে।

অন্যবার হলে শিলিগুড়ি থেকে বাইরে এবং বাইরে থেকে শিলিগুড়িতে আসা মানুষের সংখ্যা গোনা যেত না, কিন্তুু এবারে করোনার জন্য সংক্রমনের ভয়ে কেউ যাতায়াত করছেন না, আর পরিবার ছাড়া শিলিগুড়িতে ঘুরতে আসা মানুষের সংখ্যা একেবারেই নেই।

তেনজিং নোরগে বাস টার্মিনার্সের কর্মচারীরা জানান সামনের মাসে বোনাস তো দুরের কথা ঠিকসময় মায়না পেলেই সন্তুুষ্ট থাকবেন তারা। এন বি এস টি সি এর বার্ষিক আয় কমে গেছে প্রায় চল্লিশ শতাংশ জানিয়ে দিলেন এন বি এস টি সির এক উচ্চপদস্থ কর্তা। তিনি জানালেন এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে ছাটাই ছাড়া আর অন্য উপায় থাকবে না তাদের।