অবতক খবর , সংবাদদাতা , বর্ধমান :- বাস্তবে প্রয়োগ হোক সকলের জন্য সমানাধিকার আইন। কিন্তু বাস্তবে যা চলছে তাতে কেবলমাত্র মহিলাদের জন্যই সিংহভাগ আইন। পুরুষদের জন্য কোনো আইন নেই। অথচ প্রতিমূহূর্তে পুরুষরা নির্যাতিত হয়েই চলেছেন। কিন্তু তাঁরা ন্যায্য অধিকার পাচ্ছেন না। আর তাই গোটা দেশ জুড়েই পুরুষদেরও সমান আইনী অধিকার দিতে এবার জেলায় জেলায় অফিস খোলার কাজ শুরু করল অল বেঙ্গল মেনস ফোরাম। শনিবার বর্ধমানে বিদ্যাসাগরের জন্মজয়ন্তীকে সামনে রেখে নতুন অফিস খুলতে হাজির হয়েছিলেন সংগঠনের সভাপতি নন্দিনী ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অর্ণব ঘোষ প্রমুখরা।

বর্ধমান অফিসের দায়িত্ব দেওয়া হয়েছে ডা. সৌমেন সিংহ রায়কে। এদিন নন্দিনী দেবী জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ক্রমাগতই পুরুষদের মিথ্যা মামলায়, মিথ্যা অভিযোগে ফাঁসানোর প্রবণতা বাড়ছে। কিন্তু সেক্ষেত্রে অত্যন্ত কম অংশেই মহিলাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য তাঁদের শাস্তি বিধান হচ্ছে। তিনি এদিন বলেন, মহিলাদের জন্য রয়েছে প্রোটেকশন ফর উইমেনস ডোমেষ্টিক ভায়োলেন্স আইন। এমনকি পশু পক্ষীদের জন্যও রয়েছে আলাদা কমিশন। ব্যতিক্রম শুধু পুরুষরা। কেন এখনও তাঁদের জন্য কোনো পুরুষ কমিশন গঠন হল না – প্রশ্ন তোলেন নন্দিনী। তিনি জানিয়েছেন, অথচ পুরুষরাও নির্যাতিত হচ্ছেন কিন্তু তাঁরা আইনের সুরক্ষা পাচ্ছেন না। আর তাই মানুষ হিসাবেও তাদের সমানাধিকার দিতেই তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই কারণেই তাঁরা জেলায় জেলায় অফিস চালু করে পুরুষদের এই দাবীতে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন।