প্রসাদ জোত
তমাল সাহা

এই সেই গুলিখাওয়া মাটি
এই সেই রক্তেরাঙা ভিটে
জেগে আছে
তাকিয়ে আছে তোমাদের দিকে

এই সেই শহীদ স্মারক জোড়া বট
বুকে ধরে রেখেছে সেই দৃশ্যপট

তাদের কাছে গিয়ে শোনো তারা কি কি দেখেছিল
তাদের হাত-পা নেই বলে তারা ছিল অসহায়
তারা শুধু কেঁদেছিল আর ক্রোধে ফুঁসছিল

এখানে সূর্য রোজ প্রণাম জানায়
ঝরে পড়ে রোদ
এই সেই প্রসাদ জোত!