অবতক খবর,১৪ জুলাইঃ অবশেষে গতকাল বেল্লে শঙ্করপুর এলাকার থেকে বাসুদেবপুর থানা কর্তৃক ধৃত পাঁচ বাম সমর্থক সিরাজুল মন্ডল, আতিজুল মন্ডল, রশিদ আলী মন্ডল, খুদে ওরফে সিরাজুল মন্ডল, সহ আবেদ আলি মন্ডলদের বারাকপুর আদালত থেকে জামিনে মুক্তি পেল।

জামিন না হওয়া পর্যন্ত আগাগোড়া কোর্টে উপস্থিত ছিলেন সিপিআইএম নেত্রী গার্গী চ্যাটার্জী। ধৃতদের বিরুদ্ধে আনডার সেকশন ৪৪৭/ ৪২৭/ ৩৪ আই পি সি ধারায় কেস রুজ্যু করেছিল। ধৃতরা জামিনে মুক্তি পাবার পরও আশঙ্কা প্রকাশ করেছে বামপন্থী দল করার জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছিল। আগামী দিনেও শাসকদলের কথায় বাসুদেবপুর থানা এই ধরনের কেস দিয়ে গ্রেফতার করতে পারে।

তার পাশাপাশি সিপিএম নেতৃ গার্গী চ্যাটার্জি জানান জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যামের নেতৃত্বে পুলিশের সহযোগিতায় বেছে বেছে বামপন্থী কর্মীদের কেস দেওয়া হচ্ছে। অপরদিকে আইনজীবী প্রশান্ত কুমার সাহা জানান ধৃত আসামিদের বিরুদ্ধে কোন সিসিটিভি ফুটেজ ছাড়াই আসামিদের কেস দেওয়ার জন্য জামিন দেন মহামান্য আদালত।পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৬ ই ডিসেম্বর ২০২৩।