Yashasvi Jaiswal (R) and Rohit Sharma (L) of India 50 runs partnership during the 1st day of the 1st Test between West Indies and India at Windsor Park in Roseau, Dominica, on July 12, 2023. (Photo by Randy Brooks / AFP) (Photo by RANDY BROOKS/AFP via Getty Images)

অবতক খবর: টেস্ট অভিষেকেই শতরান করলেন যশস্বী জয়সওয়াল। ২১ বছরের যশস্বী ভারতের তৃতীয় ওপেনার হিসাবে অভিষেক টেস্টে শতরানের নজির গড়লেন। এই প্রথম কোনও ভারতীয় ওপেনার যিনি বিদেশের মাটিতে অভিষেকে সেঞ্চুরি পেলেন, তিনিই হলেন বাঁ-হাতি ব্যাটার যশস্বী জয়সওয়াল।
৩৫০ বল খেলে যশস্বী ১৪৩ রান করে ব্যাট করছেন। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ৯৬ বলে ৩৬ রানে। অধিনায়ক রোহিত শর্মা ১০৩ রানে আউট হন। শুভমন করে ৬ রান, ভারত দুই উইকেটে ৩১২ রান স্কোরবোর্ডে তুলেছে।

ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে ১৫০ রানে অল আউট হয়ে যায়। ১০৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন রোহিত। নেতৃত্বের চাপে রোহিতের ব্যাটে রানের খরা দেখা যাচ্ছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর নেতৃত্বের পাশাপাশি তাঁর ব্যাটিং নিয়েও প্রশ্ন উঠেছিল। ডমিনিকায় এদিনের শতরান সেই সব সমালোচনার জবাব দিলেন হিটম্যান। শুরুতে কিছুটা আড়ষ্ট দেখালেও যত সময় গড়িয়েছে ততই নিজেকে মেলে ধরেছে রোহিত।

ধৈহ্য ধরে বাইশ গজে পরে থাকার পর ছন্দ খুঁজে পেতেই ক্যারিবিয়ান বোলিংয়ের বিরুদ্ধে সহজাত শট নিতে দেখা গিয়েছে ভারত অধিনায়ককে। দিনের শেষে ভারতের স্কোর ৩১২/২। লিড এখনই ১৬২ রানের। এখন দেখার নখদন্তহীন ব্যাটিং, তেমনি নির্বিষ বোলিং নিয়ে ওয়েস্ট ইন্ডিজ টিম কতদূর দৌড়তে পারে।