নরেশ ভকত :: অবতক খবর :: ২৮শে,ডিসেম্বর :: বাঁকুড়াঃ :: এবছর বাঁকুড়া জেলার মধ্যে একশো দিনের প্রকল্পে সাফল্য থাকা গ্রাম পঞ্চায়েত,প্রধান, পঞ্চায়েত কর্মীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হল।

জানা গেছে এই উপলক্ষ্যে বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে একটি কর্মশালার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক ডাঃ উমাশংকর এস, পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট মন্ত্রী শ্যামল সাঁতরা, সভাধিপতি মৃত্যুঞ্জয় মূর্ম্মূ সহ অন্যান্য আধিকারীক।

শ্যমল সাঁতরা জানান ,আমাদের ব্লকের ভালো দেশের মানচিত্রে বাঁকুড়া জেলা দেশের মধ্যে নতুন করে একটা জায়গা করে নিল। পশ্চিমবঙ্গের মধ্যে বাঁকুড়া জেলার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই সাফল্য আগামীদিনে বাঁকুড়া জেলা প্রশাসনকে নতুন পথ দেখাবে এমনই মনে করছেন জেলার বাসিন্দারা।