নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ২৮শে,ডিসেম্বর :: শিলিগুড়ি :: সিকিমের তুষাড়ঝড়ে বিপর্যসত পর্যটকেরা,প্রায় সতেরোশো পর্যটক আটকে পড়েছেন সিকিমের নাথুলা বর্ডারের কাছে, সিংথামে আটকে প্রায় নশো পর্যটক ।

অন্যদিকে সিকিমের তুষাই নামক জায়গাতে আটকে প্রায় চারশো পর্যটক । শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় সাড়ে সাতশোজনকে উদ্ধার করে ভারতীয় সেনাবাহিনী নিজেদের ক্যাম্পে নিয়ে গেছে চিকিৎসার জন্য ।

গতকাল সকালেই সিকিমের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রীতে ঘোরাফেরা করেছে,রাতে তাপমাত্রা আরো কমে যায় |

জানা গেছে সিকিমে আটকে যাওয়া পর্যটকদের মধ্যে প্রায় দেড়শো জন বাঙালি পর্যটক যাদের অধিকাংশের বাড়িই কলকাতায় । সিকিম সরকার পর্যটকদের চিকিৎসার এবং তাদের ফেরানোর জন্য সবরকমের সাহায্য সেনাবাহিনীকে করবে বলে জানিয়েছে