জন্মশতবর্ষে নাট্যকার হাবিব তানভীর

প্রশ্ন থাকলেই তো তুমি উত্তর হাতড়াবে
তমাল সাহা

তুমি কটা নাটক করেছ বা করলে
সেটা বড় কথা নয়
তুমি কতগুলো নাটকে অভিনয় দেখালে
সেটা বড় কথা নয়
তুমি কখানা নাটকে নির্দেশনার কাজ করলে
সেটা বড় কথা নয়

বড় কথা হলো
তুমি নাটক করছো কেন
তুমি কেন নাট্যনির্দেশক হয়েছ

কোন নাটকগুলো
কেন তুমি মঞ্চায়ন করছো
তোমাকে দেখতে হবে
নাটক লোকশিল্প ও দেশচেতনা সমৃদ্ধ হয়ে উঠছে কিনা
নাটক তো শ্রম ও জীবন শিল্পের কারখানা
উৎপাদনে জনজাতি তো থাকবেই
থাকবে নাট্য শ্রমিক ও লোকজীবনের প্রাচুর্য

হায় ধর্ম!
বাবরি মসজিদ ভাঙনকালের দৌরাত্ম্য
ধর্মীয় যণ্ডদের জোর জবরদস্তি
সামলে দিয়েছো চ্যালেঞ্জের নাটকীয় বিভঙ্গে

তুমি বলেছো, নাটকে এন্টারটেইনমেন্টের চেয়ে এনগেজমেন্টটাই বড়
আর কি বলেছো?
প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে নাটক যদি মস্তিষ্কের স্নায়ুকেন্দ্রে অভিঘাত সৃষ্টি না করে সেটা আবার কিসের নাটক?
নাটক উত্তর না দিতে পারলেও জিজ্ঞাসা তো জাগাবে
প্রশ্নই যদি তুমি না করতে শিখলে
তবে উত্তর আসবে কি করে?

নাটকের কাজ তোমাকে ভাবানো
এবং জাগানো