অবতক খবর,২২ মে: সাতটি বিধানসভা নিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্র। যাদবপুর মানে বাংলার রাজনীতিতে ইতিহাস সৃষ্টির জায়গা। এই যাদবপুর থেকেই একদা হেভিয়েটেড বাম সংসদ সোমনাথ চট্টোপাধ্যায় কে হারিয়ে দিল্লি গিয়েছিলেন মমতা। বন্দ্যোপাধ্যায়। আর এই যাদবপুর থেকেই জিতে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

আর এবার যাদবপুরের তৃণমূলের হয়ে লড়ছেন সায়নী ঘোষ। বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য, বিজেপি প্রার্থী ,অনির্বাণ গঙ্গোপাধ্যায়। ভোট ময়দানে কাকে এগিয়ে রাখলেন যাদবপুর? এবার তা ৪জুন ভোটপ্রকাশের ফলাফলের পরেই জানা যাবে। জানা যাবে ১থেকে ৪০ জনতার রায় কাকে ভালো বাসি।