অবতক খবর,২২ মে: 2010 সালের পর থেকে সমস্ত OBC শংসাপত্র বাতিল করলো আদালত।এ বিষয়ে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় এর সমর্থনে খড়দহ সূর্যসেন মাঠে নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের এই রায়কে মানছি না মানব না বলে জানান।

আর এই বিষয়েই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে সাংবিধানিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা করছেন।একজন মুখ্যমন্ত্রী কিভাবে আদালতের এই রায়কে অমান্য করছেন তা নিয়ে প্রশ্ন তুললেন অর্জুন সিং এবং একজন মুখ্যমন্ত্রী সংবিধান মানবেন না আইন আদালত মানবেন না সেটা হতে পারে না।

অবিলম্বে তার মুখ্যমন্ত্রী পদ বরখাস্ত করার দাবি করলেন তিনি। এছাড়াও অর্জুন সিং বলেন মুখ্যমন্ত্রী হয়তো কারোর ভুল পরামর্শে চালিত হচ্ছেন অথবা ভুল করে বলে ফেলেছেন কথাটা।