এবার থালা কহানি,স্থান উত্তর প্রদেশ, রামপুর স্কুল। কারা কি থালায়,কেমন থালায় মিডডে মিল খায় শুনুন।

থালা কহানি
তমাল সাহা

যতদিন যায় কতকিছু জানা যায়।
জীবন তো অভিজ্ঞতার ফসল।
যে শাসক আসে সেই তো নেবে
আমাদের দখল।

শাসক এখন থালা বিষয়েও শেখায়
আমাদের জ্ঞানচক্ষু উঠে গেছে মাথায়!
থালা—মানে
ভাতের থালা হবে দুরকম।
উচ্চবর্ণের থালা আর দলিতের থালা।
কোন থালায় ভাত পড়বে ঠাণ্ডা,
কোন থালায় ভাত পড়বে গরম।

কে কবে কোন থালায় খেয়েছে
মিশে যাবে থালা রেখে গেলে ইস্কুলে।
তার চেয়ে ভালো
দলিতেরা বাড়ি থেকে থালা আনো,
যেও নাকো যেন ভুলে।

দলিতেরা বাড়ি থেকে আনবে থালা,
ভাত খাবে বসে একপাশে।
উচ্চবর্ণেরা থাকবে আলাদা,
বসবে অন্য পাশে।

ভারতের এই তো মহান বৈচিত্র্য!
ওই দেখো মহামানব হাসে।

হে, আমার ভারতবর্ষ!
শেখো, শেখো এবার থালা রহস্য।