অবতক খবর,২ সেপ্টেম্বর: বৃহস্পতিবার সকাল সকাল সবাইকে চমকে দেয়ার মতন খবর।

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বিগ বস ১৩ এর বিজয়ী সিদ্ধার্থ শুক্লার।

বৃহস্পতিবার সকালে হার্ট অ্যাটাক হয় অভিনেতার। মুম্বাইয়ের কুপার হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলেও লাভ হয়নি।

চিকিৎসার কোনো সুযোগ পাওয়া যায়নি, তার আগেই মৃত্যু হয় সিদ্ধার্থের। তাঁর বয়স হয়েছিল ৪০ বছর।

১৯৮০ সালের ১২ ডিসেম্বর মুম্বাইতে জন্মগ্রহণ করেন সিদ্ধার্থ শুক্লা।

বালিকা বধূ, দিল সে দিল তাক এর মত জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি।

বিগ বস এর পাশাপাশি খাতরো কে খিলারি, ঝালাক দিখলাজা’র মত বিভিন্ন রিয়্যালিটি শোতেও অংশ গ্রহণ করেছিলেন।

তবে বিগ বস ১৩ বিজয়ী হওয়ার পরে জনপ্রিয়তা আরো বেড়ে যায় এই অভিনেতার।

মাত্র কয়েকদিন আগেই একবার বিগবসের বাড়িতে গিয়েছিলেন তিনি এবং শেহনাজ গিল।

কিন্তু গল্প কয়েকদিনের মধ্যেই সব শেষ। মাত্র ৪০ বছর বয়সে মৃত্যু হল সিদ্ধার্থ শুক্লার।

২০০৮ সালে বাবুল তাহমিনা ছুটেনা ধারাবাহিক সিরিয়াল দিয়ে অভিনয় জগতে পা দেন সিদ্ধার্থ।ধারাবাহিকের আস্তে আস্তে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে।

 

ছোটপর্দার পাশাপাশি ২০১৪ সালে বলিউডে অভিষেক ঘটে অভিনেতার। যেমন হামটি শর্মা কি দুলহানিয়া ছবিতে একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

বাবা অশোক শুক্লা,মা হারিতা শুক্লা সেন্ট জেভিয়ার্স প্রাক্তন ছাত্র ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তাঁর।

প্রথাগত পড়াশোনার বাইরে বাইরে অন্য কিছু করার প্রতি আগ্রহ ছিল অনেক বেশি,

তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ বলিউড।