অবতক খবর,১ সেপ্টেম্বর,ডুয়ার্স:বুধবার সকালে মালবাজার মহকুমার মঙ্গলবাড়ি বাজার এলাকায় ৩১ নং জাতীয় সড়কের ওপরে একটি গাড়ি সহ ২ লক্ষ টাকার শালকাঠ উদ্ধার করল চালসা রেঞ্জের বনদপ্তরের কর্মীরা। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, বনদপ্তরের কাছে খবর আসে একটি গাড়িতে করে লক্ষাধিক টাকার শালকাঠ পাচার করবার উদ্দেশ্যে চালসা থেকে লাটাগুড়ির দিকে যাচ্ছে।
এরপরই বনদপ্তরের কর্মীরা এদিন সকালে মঙ্গলবাড়ি বাজার এলাকায় ওত পেতে থাকে। শাল কাঠ বোঝাই গাড়িটি সামনে আসতেই গাড়িটিকে ঘেরাও করে ধরেন বনকর্মীরা। এরপরই কাঠ মাফিয়ারা গাড়ি ফেলে এলাকা থেকে পালিয়ে যায়।

চালসা রেঞ্জের রেঞ্জার পল্লব মুখার্জি বলেন, “বাজোয়াপ্ত হওয়া শালকাঠের আনুমানিক বাজার মুল্য দুইলক্ষ টাকা। এই ধরণের অভিযান আমাদের ক্রমশ চলতে থাকবে”।