অবতক খবর,২৬ এপ্রিল:  তৃণমূল কংগ্রেসের একাংশের মদতেই বারবার বিড়ম্বনায় পড়তে হচ্ছে অশোকনগর চেয়ারম্যান প্রবোধ সরকারকে। এমনটাই অভিযোগ করলেন অশোকনগরের চেয়ারম্যান প্রবোধ সরকার । প্রবোধ বাবুর এই বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার হলো অশোকনগরের তৃণমূল কংগ্রেসে ও গোষ্ঠীদ্বন্দ্বের বাইরে না । প্রসঙ্গত 2021 সালে প্রবোধ বাবু ও তার স্ত্রীর বিরুদ্ধে এসসি এসটি act এ মামলা হয়েছিল ।

সেই মামলায় সম্প্রতি বারাসাতে এডিজে বিশেষ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে । আজ সেই এডিজে বিশেষ আদালতে প্রবোধ সরকার ও তার স্ত্রী সারেন্ডার করে জামিন নেন । দু’জনকেই পাঁচ হাজার টাকা জরিমানা করে এসসি এসটি মামলা থেকে অব্যাহতি দেয় এডিজে বিশেষ আদালত এমনটা জানান মামলার সরকারি আইনজীবী শ্যামল কান্তি দত্ত ।

জামিনের পর প্রবোধ সরকার তৃণমূলের বিরুদ্ধেই গর্জে ওঠেন ।কারো নাম না করে দলের এক অংশের এর বিরুদ্ধে অভিযোগ করেন ।তৃণমূল এর এক অংশের বিরোধীতাই প্রবোধ সরকারকে আইনি জটিলতায় পড়তে হয়েছে বলে দাবি তার ।