জন হেনরির হাতুড়ি
তমাল সাহা

জন হেনরি
তোমার নামে রক্ত পতাকা ওড়ে
রক্ত পলাশ শিমুল ফোটে রোদ্দুরে।

জন হেনরি
মাথার উপরে তুলেছে হাতুড়ি
কী পরিমাপ তোমার!
পাতছো সমান্তরাল রেলপথ।
শ্রমে ঘামে ভেজা তোমার শরীর
আস্ত একটা প্রগতির শপথ।

আজও তোমার হাতুড়ির শব্দ শুনি
মে দিবস নিয়ে আসে
তোমার লড়াকু গানের প্রতিধ্বনি।

জন হেনরির হাতুড়ির দমাদম আঘাত
পানদানে গড়ে মজবুত শিরদাঁড়া-ইস্পাত
রেলগাড়ি ঝিকঝিক পেরিয়ে চলে গিরিখাত
জন হেনরিরা খেটে যায় দিনরাত।

জন হেনরি
আজ যদি জানতো
তার রেলপথে থাবা বসায় কর্পোরেট।
কত জন হেনরি রুখে দিত
গড়ে তুলতো ব্যারিকেড।

জন হেনরি
সামনে দাঁড়াতো
মার্চ করতো ফৌজি-রেড।