মে দিবস সারাদিনই ঘুরি– বিড়ি পাড়া,বাতাসা পাড়া, ফুচকা পাড়া, আতস বাজি পাড়া, কুমোর পাড়া, ধাঙর পাড়া কিন্তু! কিন্তু কী! ওরা মে ডে জানে না। হে মার্কেট জানে না, চেন্নাইয়ের সৈকত ভূমি জানে না। ওরা রক্তে ভেজা জামা, কিশোরীর ছেঁড়া লাল কাপড়ের কথা জানেনা। লাল পতাকা আসলে লোহু কা ঝান্ডা, রক্ত নিশান। মে ডে আর গড়ে ওঠে আমার পংক্তিমালা …..

আমায় মে করে দাও
তমাল সাহা

১)হে মার্কেট

হে মার্কেটে লড়াই
রক্ত ঝরায় শ্রমিক
অভিনন্দন তোমাদের নির্ভীক।

তোমাদের জানিয়ে শ্রদ্ধা
এই বাংলায় ফোটে ফুল
রক্ত পলাশ কৃষ্ণচূড়া শিমুল।

দিক দিগন্ত লালে লাল…
মে আমার প্রিয়তম দিন
অভিবাদন উজ্জ্বল সকাল।

২) মে দিন

ওরাই তো বাহাদুর!
শ্রম রক্ত ঘামে গেয়েছে পৃথিবীর সুর।
নির্মাণ যাদের কাজ
পেশিবহুল দুনিয়ার মজদুর।

সভ্যতার ইতিহাসে যুগান্তকারী দিন
মে দিবস! মে দিন!
দিকে দিকে লাল পতাকা উড্ডীন।

৩) লাল পতাকা ওড়ে

রাষ্ট্রের ভয়, করেছে জয়
শাসকের শাসানি তুড়ি মেরে
দিকে দিকে লাল পতাকা ওড়ে।
তালাবন্দী জীবন বলে কিছু নেই
পদাতিক তৈরি হতেছে ঘরে ঘরে।

৪) রক্ত পতাকার দিন

চলছে মিছিল পথ আঁকাবাঁকা
উড়ছে কাঁধে লাখো লাখো লাল পতাকা।
পথে পথে পদাতিক গর্জে ওঠে শ্লোগান
সোচ্চার কন্ঠে দীপ্ত দিনবদলের গান।

রাস্তায় কলতান
হেঁটে চলে পেশীবহুল কামগার।
দৃপ্ত শপথে কেড়ে নেবার অঙ্গীকার।

ওড়ে, রক্ত নিশান ওড়ে উজ্জ্বল রোদে
তোমার আমার অর্জিত অধিকার– মে ডে।

৫)শিশুটিও জানে

এই শিশুটিও জানে
কাকে করতে হয় সেলাম।
আমার বাবা কারখানার মজদুর
নয় মালিকের গোলাম।

দিকে দিকে
লড়াইয়ের স্লোগান উঠুক।
মে ডে— লাল পতাকা
তোমায় রেড স্যালুট!

৬) মে দিন মানে

মে দিন মানে লড়াই
মে দিন মানে যুদ্ধ।
কে কাড়ে কার অধিকার
খেটেখাওয়া মানুষকে করে অবরুদ্ধ?

মে দিন মানে ভালবাসার চাওয়া-পাওয়া
মে দিন মানে জীবনের গান গাওয়া।

৭)বাড়িতে মে ডে

হাতে চায়ের কাপ
কবিতা উঠল আজ ভোরে।
তাড়াতাড়ি করো, আরে!
সূর্য আজ কত রক্তিম লাল
বাইরে তাকিয়ে দেখি,
চারিদিকে লাল পতাকা উজ্জ্বল সকাল।

আরে, তাড়াতাড়ি করো, আমি তো তৈরি!
ওরা অপেক্ষা করছে, আমাদের কেন দেরি?
মনে পড়ে সেই মে ডে! কাছে ডেকেছিলে
ওঠো, ওঠো তাড়াতাড়ি যেতে হবে মিছিলে!

৮) চলো হাঁটি

তুমি তো সব সময় আমার পাশাপাশি
আমাকে স্পর্শ করে ছিলে! আজ মে-ডে
চলো আবার হাঁটি,
যাই লাল পতাকার মিছিলে।

বলতো সবাই কি দারুণ জোট
ঠোঁটে রাখে ঠোঁট—
দুরন্ত প্রেমিকা প্রেমিক!
এই তো সুযোগ,
চলো দুজনা হই পদাতিক।

৯) লাল পতাকা

দুনিয়ার সব পতাকা রঙে চোবানো।
একটি পতাকা পত পত ওড়ে
শ্রমিকের ঘামে রক্তে ভেজানো।

১০) হেনরির হাতুড়ি

মে ডে-র ভোরে
দোরে এসে
কড়া নাড়ে জোরে
হেঁকে বলে জন হেনরি
হার কোনো কথা নয়
হাতে তুলে ধরো হাতুড়ি!