আজ ‘কেন’ শব্দটির কারবারির জন্মদিন

ডিরোজিও
তমাল সাহা

কার জীবনের অন্যতম অপরাধ মাত্র
একটি শব্দের মধ্যে নিহিত—
তুমি কি জানো?
গোরস্থানের বাইরে কাকে সমাহিত করা হয়েছিল—
তুমি কি জানো?
কারণ ‘কেন’ প্রশ্নটি করতে শিখিয়েছিল সে।

চেতনায় হেনেছিল যুক্তির হাতুড়ি
অনুসন্ধান শব্দটি ছড়িয়ে
দিয়েছিল মননে
ঘৃতাহুতি পড়েছিল কাদের আগুনে?
ধর্মীয় কুসংস্কার, বিভেদ বৈষম্যের বিরুদ্ধে
তুলেছিল মানবতার নিশান
যুক্তি ছাড়া মেনে নেবে না কোনো বিধান।

ইয়ংবেঙ্গল মানে তারুণ্যের জয়গান
তারাই করতে পারে নবনির্মাণ।

বয়স বয়স মাত্র সতেরো
জেদ প্রত্যয় সাহস স্পর্ধা—
বয়সের চেয়েও বড়ো।
সমাজকে বিজ্ঞান চেতনায় গড়ো—
জীবনের অভিমুখে সবুজের অভিযান
ডিরোজিও দেখায় পথ, বাজে দুর্জয় বিষাণ।