অবতক খবর,২২ মার্চ: গত ২০শে মার্চ কামারহাটি জয়সওয়াল সমাজ “ল্যাম্প অফ হোপ”-এর পক্ষ থেকে কামারহাটি রিজেন্ট প্যালেস গার্ডেনে হোলি প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়। ৮ থেকে ৮০,সমস্ত বয়সের মানুষ এই অনুষ্ঠানে যোগ দেন। গোটা দিন চলে রং খেলা, খাওয়া দাওয়া,নাচগান।

এছাড়াও তারা এদিন “জয়সওয়াল ফাউন্ডেশন-ল্যাম্প অফ হোপ” নামে একটি সংগঠন চালু করেন।

এই সংগঠনটি শুধু জয়সওয়াল সমাজ নয়, অন্যান্যদের জন্যও তারা বিভিন্ন সমাজকল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করবে এবং মানুষের পাশে দাঁড়াবে।

এ প্রসঙ্গে জয়সওয়াল সমাজের সদস্য বিনয় জয়সওয়াল এবং অক্ষয় কুমার জয়সওয়াল বলেন,এই সংগঠনের মূল উদ্দেশ্য মানুষের সেবা করা। আর সেই দিকে লক্ষ্য রেখেই এই সংগঠন এগিয়ে যাবে। বছরের বিভিন্ন সময়ে যখন যেরকম প্রয়োজন অর্থাৎ রক্তদান শিবির, নারী সুরক্ষার ব্যবস্থা ও গরীব-দুঃস্থদের সহায়তা করা, সব রকম কাজ করবে এই সংগঠন।শুধু কামারহাটিতেই নয়, গোটা পশ্চিমবঙ্গে এই সংগঠন নিজেদের জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাবে।