অবতক খবর , পিন্টু প্যাটেল , বর্ধমান :- বিভিন্ন জায়গায় কাঠের অনেক কারুকার্য অনেকেই দেখেছেন । কিন্তু কাঠের তৈরী আস্ত ঐতিহাসিক কার্জনগেট, বিশ্বাস করতে সময় লাগে। এই রকম অসাধ্য সাধন করে দেখিয়েছেন শিল্পী চঞ্চল মন্ডল।

দীর্ঘ ১৮বছর ধরে কাঠের বিভিন্ন কারুকার্য কাজ করে চলেছেন তিনি। একব্যক্তির বাড়ির দেওয়া কাঠের তৈরী প্রতীকী কার্জনগেটের করার অর্ডার পান।

তিনজন মিস্ত্রির সহযোগিতায় কয়েকমাসের প্রচেষ্টায় বানিয়ে ফেলেন আস্ত একটা কার্জনগেট। এই ঐতিহাসিক শৌধের নকশা ও মূর্তি গুলি নিজের হাতে করেছেন বলে জানান চঞ্চল বাবু।

এর আগেও তিনি নিখুঁত কারুকার্যের বিভিন্ন আসবার বানিয়েছেন। কিন্তু তার অসাধারণ কারুকার্যের জন্য কোন দিন সম্মান স্বরুপ পুরুষ্কার পাননি বলে তার মনে একটা আক্ষেপ আছে।