অবতক খবর,২৬ মে: ঘূর্ণিঝড় রেমালের প্রভাব হাওড়া শালিমার স্টেশনে দূরপাল্লার ট্রেনে লোহার জক এবং চেইন তালা দিয়ে বাধা হল দূরপাল্লার ট্রেনগুলি আইলা এবং আমফান ঝড়ে ক্ষতি হয়েছিল ট্রেনগুলি। সেই অভিজ্ঞতা থেকেই শালিমার স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলিকে চেন তালা দিয়ে বাধা হলো।

যাতে ঝড়ের দাপটে বা হাওয়ার ধাক্কায় ট্রেনগুলো না গড়িয়ে যায় এবং বড়সড়ো দুর্ঘটনার মুখে পড়ে। সতর্কতার কারনে ট্রেন ট্রাকের সঙ্গে তিনতালা দিয়ে আটকে দেয়া হলো।