অবতক খবর,২৯ জানুয়ারি: কাঁচরাপাড়ার আইন শৃঙ্খলা কার হাতে কিছুই বোঝা যাচ্ছে না। বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন দোকানঘর নির্মাণ হচ্ছে। কাঁচরাপাড়া ২০ নং ওয়ার্ডে জোড়া পুকুরের পাশে একটি বেআইনি নির্মাণ চলছে। এই নির্মাণটি একটি দোকানঘরে পরিণত হবে। প্রায় রাস্তা ছুঁয়েই এই দোকানঘরটি নির্মাণ হচ্ছে রীতিমতো ইট,বালি, সিমেন্ট দিয়ে।

এ ব্যাপারে নির্মাণকারীকে জিজ্ঞাসা করা হলে সে বলে,এটি অস্থায়ী দোকান হচ্ছে। কিন্তু যখন প্রশ্ন করা হয়, অস্থায়ী দোকান কি এইভাবে ইট,বালি, সিমেন্ট দিয়ে তৈরি করা হয়? এবং তাকে জিজ্ঞাসা করা হয় আপনার নাম কি, আপনি কে, তখন তিনি চুপ থাকেন এবং ঘরে চলে যান।

এইভাবে অবৈধ নির্মাণ চলছে। এদিকে ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তিনি ওয়ার্ডকে কিভাবে দেখভাল করছেন,এই নিয়ে এই অঞ্চলের অধিবাসীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।