অবতক খবর,১১ জুলাই: কাঁচরাপাড়া ৪ নং ওয়ার্ড কুলিয়ানগর রোডের বেশ কয়েকটি রেল কোয়াটারে আজ একটি পোষ্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। যে পোষ্টারটি লাগানো হয়েছে সেটিতে বোঝা যাচ্ছে রেলের তরফে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু অদ্ভুতভাবে ওই পোষ্টারগুলিতে কোন সই কিংবা রেলের কোন স্ট্যাম্প নেই। কে বা কারা এই পোষ্টার লাগিয়েছে তা এখনও জানা যায়নি।

তবে এলাকাবাসীদের অভিযোগ,অঞ্চলের কিছু তথাকথিত বদমাশরাই এই পোষ্টার লাগিয়েছে। কারণ যদি রেলের তরফে এই পোষ্টার লাগানো হতো,তাহলে ওই পোষ্টারগুলিতে কোন সই বা স্ট্যাম্প থাকত।

অন্যদিকে ওই পোষ্টার দেখে যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। কারণ পোষ্টারে লেখা রয়েছে কোয়াটার ছাড়ার কথা।

প্রশ্ন উঠেছে যে,যদি রেলের তরফে এই পোষ্টার লাগানো হতো, তবে আরপিএফ এসে তাদের ওয়ার্নিং দিত, কিন্তু সেরকম কিছুই হয়নি। তবে কারা করল এই কাজ? ওই পোষ্টার গুলিতে নেই কোন যোগাযোগ নাম্বার, নেই কোন ঠিকানা।

তাই ওই অঞ্চলে বসবাসকারীরা বুঝতে পারছেন না যে এই বিষয়টি নিয়ে তারা কার সঙ্গে যোগাযোগ করবেন।

তারা এও বলছেন,স্থানীয় কামাই বাজ সঙ্গে আরপিএফ মিলিত হয়ে কামাই বাজির একটা পথ বের করেছেন।

তবে কি এলাকাবাসীদের আশঙ্কাই সত্য? নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য? প্রশ্ন উঠছে।