এই দেশ নিয়ে আমরা কোথায় যাবো, কতদূর যাবো?

এই দেশ এই রাজনীতি
তমাল সাহা

৭৪ বছরের ভারত কি বুড়ি?
এখনো যুবতী সে,থুড়ি!
এখানে আছে দুটি দল
ফুল না fool তাদের সিম্বল।
রাজনীতি! গণতন্ত্রের পশ্চাৎ দফারফা
আমরা ক্যালানে, নেতারা আছে তোফা।

আয়া রাম গয়া রাম নেই কোনো লজ্জা
কেনারাম বেচারাম মাল পেলেই ভূতলে শয্যা।
রাম শব্দটি যুক্ত থাকলে সেটাই জবর
হারাম নেমকহারামরাই এখন দেশের খবর!