অবতক খবর,১৯ জুলাই: কল্যাণী নাগরিক কমিটি করোনা বিপর্যয়কালে এবং আমফান বিধ্বস্ত যে সমস্ত মানুষ দুর্বিপাকের সম্মুখীন হয়েছেন, যারা আর্থিক ভাবে পিছিয়ে আছেন তাদের পাশে এসে দাঁড়ালেন এবং সহযোগিতার হাত বাড়ালেন। যে সমস্ত শ্রমজীবী মানুষ কাজ হারিয়েছেন,তারা পারিবারিক এবং সাংসারিক জীবন পরিচালনার ক্ষেত্রে দুর্দিনের সম্মুখীন।

তাদের প্রজন্মদের ভবিষ্যত চিন্তা করে কমিটি তাদের পাশে এসে দাঁড়িয়েছে। তাদের পড়াশোনা নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য খাতা,পেন সহ পড়াশোনার সামগ্রী তারা ৩২০ জনের হাতে তুলে দিলেন ১৯ জুলাই।এর সঙ্গে দিয়েছেন মাস্ক এবং স্যানিটাইজার।সেন্ট্রাল পার্কের বইমেলা অফিসের সামনে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

নাগরিক কমিটির সম্পাদক সজল রাহুত জানান, লকডাউন আরো চলবে। করোনা সংক্রমণ আরো ছড়াবে বলে আমরা আশঙ্কা করছি। আমরা প্রতিনিয়ত মানুষের পাশে থাকার চেষ্টা করছি এবং অন্যান্যভাবে অর্থাৎ পাঠ্য সামগ্রী বাদে অন্যান্য সামগ্রী দিয়ে কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায় তার ভবিষ্যৎ কর্মসূচি রূপায়ণেরও আমরা একটা চেষ্টা করছি।