অবতক খবর , সংবাদদাতা ২১শে জুলাই :: হু হু করে ভীষণ ভাবে করোনা রুগীদের বাড়তে থাকা সংখ্যা দেখে রাজ্যে সরকার রাজ্যে ফের কড়া ভাবে লোকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে। তবে সেটি প্রতিদিন না করে সপ্তাহে ২ দিন করে হবে এই লোকডাউন বলে  সোমবার সাংবাদিকদের একথাই জানিয়ে ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । সংক্রমণের শৃঙ্খল ভাঙতে আপাতত সপ্তাহে দু’দিন সারা বাংলায় পুরোপুরি লকডাউন কার্যকর হবে। সেই লোকডাউনে কি করতে হবে বা কি করা যাবে না তার গাইডলাইন আজ মঙ্গলবার প্রকাশ করল রাজ্য সরকার।আসুন দেখে নেই কি বলা হয়েছে এই সরকারি গাইডলাইনে।

১. স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত যাবতীয় কিছু খোলা থাকবে। স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্তদের যাতায়াতও স্বাভাবিক থাকবে।

২. ওষুধের দোকান খোলা থাকবে।

৩. থানা, আদালত, দমকলের দফতর লকডাউনের আওতায় পড়বে না।

৪. বিদ্যুৎ, জল ও সাফাই বিভাগে স্বাভাবিক কাজকর্ম চলবে।

৫. শিল্প কারখানাগুলি তাদের স্বাভাবিক কাজকর্ম চালু রাখতে পারবে। তবে নিজস্ব শ্রমিক দিয়ে সেই কাজ করতে হবে।

৬. কৃষিকাজ ও চা বাগানের কাজকর্ম স্বাভাবিক ভাবেই চলবে।

৭. এক রাজ্য থেকে অন্য রাজ্য এবং রাজ্যের মধ্যে পণ্য পারিবহণের কাজ চলবে।

৮. ই কমার্স প্ল্যাটফর্মগুলি তাদের কাজ চালাতে পারে।

৯. প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়া লকডাউনের আওতার মধ্যে থাকছে না।

১০. রান্না করা খাবারের হোম ডেলিভারি করা যাবে।

গৎ কাল সাংবাদিক বৈঠকে আলাপনবাবু জানিয়েছিলেন, এই সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার লকডাউন হবে। তবে পরের সপ্তাহে বুধবার ও আর কোন দিন পুরো লকডাউন কার্যকর হবে তা আগামী সোমবার বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাডাও আজ সরকার যে বিজ্ঞপ্তি দিয়েছে তাতে কন্টেইনমেন্ট জোনে লকডাউন আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে ।