অবতক খবর  ::পশ্চিম মেদিনীপুর::   পশ্চিম মেদিনীপুরে করোনা নিয়ে এমন গুজব ছড়িয়ে পড়েছে, যে রোগ দেখা দিলে বাড়ির ঈশান কোণ থেকে মাটি খুঁড়লেই নাকি পাওয়া যাবে কয়লা।

সেই কয়লা গঙ্গা জলে মিশিয়ে কপালে ফোঁটা নিলে করোনা থেকে মুক্তি মিলবে। ওখানকার বাসিন্দারদের মনে ধারনা শঙ্খ বাজালে, তুলসী পাতা খেলে, কয়লা ফোঁটা নিলে করোনা ভাইরাস নাকি শরীলে আর প্রবেশ করবে না।

পশ্চিম মেদিনীপুরে যে সব এলাকায় করোনা ভাইরাস নিয়ে এই ধরনের গুজব ছড়িয়ে পড়েছে সেই অঞ্চল গুলি ঘাটাল, চন্দ্রকোণা, ক্ষীরপাই ও গড়বেতা। এই এলাকার বাসিন্দারদের মনে উঁকি মারে কুংস্কার তাই সচেতনতামূলক প্রচারের পরিকল্পনা নিয়েছে প্রশাসন।