অবতক খবর,২ মে: ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬ জন পরীক্ষার্থীদের ৯০ দিনের মাথায় ফলাফল প্রকাশ হলো আজ বৃহস্পতিবার সকালে। পাশের হার ৮৬.৩১% , এতো ভালো ফলাফলে খুশির আমেজ ছাত্র ছাত্রীদের মুখে। তার মাঝে অনুন্নত গ্ৰাম থেকে আসা ছাত্র ছাত্রী দৌলতাবাদ নিশীথ বরণী সিনহা হাই স্কুল ( উঃ মাঃ) বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে।

এই স্কুলের মোট ১২০ জন মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে ১১৯ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্কুলের মান বৃদ্ধি করেছে। তাদের মধ্যে ৬৩৯ ও ৬১৭ নাম্বার পেয়ে ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে স্কুলের প্রথম স্থান অধিকারীনী হাবিবা খাতুন ও তৃতীয় স্থান অধিকারীনি নার্গিস হাসান। এতো ভালো ফলাফলে ছাত্র ছাত্রীদের পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষক বৈশম্পায়ন ব্যানার্জি সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক অভিভাবকরা ভীষণ খুশি।