অবতক খবর, দেবাশিস মালিক, কুলপি :: ঢাকের কাঠি পড়ার আগেই সাজ সাজ রব মৃৎ শিল্পীদের ঘরে। লকডাউন ও করোনাভাইরাস কে মাথায় রেখে কম বাজেটের মধ্যেই তাদের তৈরি করতে হচ্ছে দুর্গা প্রতিমা। এমনই একটা চিত্র ধরা পড়ল দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে।

কুলপির মৃত শিল্পী খোকন পাল জানান যে অবস্থা খুবই খারাপ কিন্তু আগে জীবন বাঁচাতে হবে। করোনা সব শেষ করে দিয়েছে। গতবছরের থেকে তার দুর্গাপ্রতিমা খুবই কম করছেন। মাত্র ২২টি দুর্গা প্রতিমা তৈরি করছেন এবার। তবে এ বছরই প্রথম কুলপি থেকে প্রতিমা যাচ্ছে টালিগঞ্জ।