এম এল এ
তমাল সাহা

আমি এখন করজোড়ে
ঘুরছি দোরে দোরে।
ও ঠাম্মা! আমি এসেছি।
আমি সিধু গো, তোমার পড়শি।

কোন সিধু? সিধু-কানুর সিধু!

না, না। আমি সুধীন গো, সুধীন!

ও! তোর নামে মনে হয় শুনেছি
কাটমানি খেয়েছিস এতোদিন।

কী যে বলো! আমি তো এম এল এ।

ও মা! তাই নাকি? আমি তো ভেবেছি,
কোনো ভদ্রলোকের ছেলে!