এইসব দৃশ্যাবলী

তমাল সাহা

১) জীবন গণিত

রাষ্ট্র যখন গণতন্ত্রের কলঙ্ক

সৃষ্টি করবেই সন্ত্রাস জনমনে আতঙ্ক।

আমাদের জীবনের গণিত একটাই– লড়াই।

সরল নয়,

নিচ থেকে উপরে ওঠা সিঁড়িভাঙা অঙ্ক।

২) ক্রয়

আমি গেলাম মণ্ডল বাজারে

আনাজ কিনতে সবজির দোকানে।

শাসক গেল মাল বাজারে

লাশ কিনতে মৃতের ভবনে।

৩) ঘুম নেই

একটানা অনশনে ক্লান্তি নামে

মায়েরা আচ্ছন্ন ঘুমে

শিশুটি কিন্তু জেগে আছে

তাকিয়ে আছে এই রণভূমে?

দুচোখে প্রশ্ন তার

মায়েদের হকের চাকরি হকের পাওনা

কেন তোমরা দাওনা?

ঘুম নেই কাব্যগ্রন্থটি কার?

শিশুটি পেয়েছে ছাড়পত্র

আছে কি তার বাঁচবার অধিকার?

৪) শাব্দিক সন্ত্রাস

অক্ষরজীবী গেছে রাগিয়া

তার ভাষায় বাঙালি চুতিয়া।

চক্ষু মুদিয়া

মেঘ আকাশ বৃষ্টি লেখে।

নিজের পেটে ভাত আছে

শব্দের কারুকাজ করে

লেখে না সে সব

প্রজন্ম চোখের জলে যায় ভাসিয়া….

৫) মহাবঙ্গ

চরম সত্যবাদী–

নন্দীগ্রামে অধিকারীরা

চটিপুলিশ ঢুকিয়েছিল

চরম মিথ্যাবাদী–

সিঙ্গুর থেকে টাটাকে

সিপিএম তাড়িয়েছিল