অবতক খবর,২১ অক্টোবরঃ সল্টলেকে ২০১৪ প্রাইমারি টেটের চাকরি পরীক্ষার্থীদের আন্দোলন তুলে দিল পুলিশ। বলপ্রয়োগ করে তুলে দেওয়া হল আন্দোলন। মধ্যরাতে পুলিশ বনাম আন্দোলনকারীদের মধ্যে ধুন্ধুমার। চ্যাংদোলা করে বহু আন্দোলনকারীকে পুলিশ ভ্যানে তোলা হলো। আটক করা হলো বহু আন্দোলনকারীকে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। মধ্যরাতে যেভাবে মহিলাদের ওপর বল প্রয়োগ করা হলো তার বিরোধিতা করলেন তিনি‌।

গভীর রাতে সল্টলেকের করুণাময়ীতে টেট পরীক্ষার্থীদের ধর্ণা মঞ্চ থেকে তুলে নিয়ে যাওয়া হল নিউ টাউন থানায় অনশন আন্দোলন ভেঙে দিল পুলিশ।