অবতক খবর,২৭ মে: ঘূর্নিঝড় রেমালের দাপটে ক্ষতিগ্রস্ত হালিশহরের কয়েকটি বাড়ি। হালিশহর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাধামাধব‌ চৌধুরী লেন ও ৬ নম্বর ওয়ার্ডের পবনতলা এলাকায় কয়েকটি কাঁচা বাড়ি বিপদজনক অবস্থায় রয়েছে।

সেইসব বাসিন্দাদের হাতে ত্রিপল পৌঁছে দিলেন বিদায়ী সাংসদ অর্জুন সিংয়ের হয়ে হালিশহরের প্রাক্তন উপ পুরপ্রধান রাজা দত্ত ও ডাঃ ভবানীপদ গাঙ্গুলী।প্রাপকেরা ত্রিপল পেয়ে খুব খুশি।